নিজস্ব প্রতিবেদক : র্যাব, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল নাটোরের একডালা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৯৬ বোতল ফেনসিডিলসহ ৫ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার কৃত ব্যক্তিরা, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চকআলমপুর এলাকার মো. আমিরুল ইসলামের ছেলে মো. রয়েল আলী (২৬), শিবগঞ্জ উপজেলার মধ্যবিনোদপুর এলাকার মো. কুবুল আলীর ছেলে মো. ইনসারুল (২৬),
একই উপজেলার লসমানপুর এলাকার মৃত. আলহাজ্ব লুৎফল হকের ছেলে মো. আব্দুস সালাম (৬০), সদর উপজেলার শিমুলতলা বালুর চর গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে মো. সোহেল রানা (২২) ও একই উপজেলার মহারাজপুর এলাকার মো. সাদিকুল ইসলামের ছেলে মো. আব্দুল করিম (১৯)।
জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে নাটোর জেলার একডালা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৯৬ বোতল ফেনসিডিল ও একটি খৈল বোঝাই ট্রাকসহ ৫ জন ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় নগদ ৮ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কৃত ৫ জন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply