নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ১৬ ডিসেম্বর সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের রেহাইচরের ডা. আ. আ. ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে।
স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা, জেল পুলিশ, আনসার, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, সদ্য পদন্নোতি পাওয়া পুলিশ সুপার টি এ মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএমসহ সরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। পরে কুচকাওয়াজ ও ডিসপ্লের প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ করা হয়।
এ ছাড়াও মসজিদ মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।- কপোত নবী।
Leave a Reply