নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে ১৫৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ৫৯ বিজিবির আজমতপুর বিওপির একটি টহল দল।
সোমবার বিজিবি জানায়, আজমতপুর বিওপির হাবিলদার মো. সেলিম পারভেজ এর নেতৃত্বে রোববার বিজিবির টহল দল নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকার আজমতপুর উপ চকপাড়া মাঠের আম বাগানে আট থেকে দশজন মানুষকে সন্দেহ হলে থামার সংকেত দেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি বস্তা ফেলে ৬ জন ব্যক্তি পালিয়ে যায়। এদিকে পলাতক ৬ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পলাতক আসামিরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ, পিরোজপুর তোয়াখানা এলাকায় শুকুন মিয়ার ছেলে মো. শরিফুল ইসলাম (২০) একই এলাকার আবুল হোসেনের ছেলে তনু মিয়া (৩৫), শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের এরফান আলীর ছেলে মো. আবু মিয়া (৩৫), একই এলাকার মো. বাবু মিয়া, মামলুত আলীর ছেলে মো. শামছুল হক গামা ও তুজলু মিয়ার ছেলে, মো. সেলিম মিয়া (২৮)।
উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক সিজার মূল্য ৬২ হাজার ৮০০ টাকা। এ ব্যাপারে
৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান পিএসসি
ফেনসিডিল উদ্ধার ও ৬ জন আসামী পালিয়ে যাবার বিষয়টি নিশ্চিত করেছেন। সীমান্তে সব ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের অভিযান অব্যাহত বলেও জানিয়েছেন, অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান পিএসসি।-কপোত নবী।
Leave a Reply