নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ডে জেলার সর্বপ্রথম এলপিজি অটোগ্যাস ফিলিং এন্ড কনভারসেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। নাহলা ফিলিং স্টেশনটি বর্তমানে জেলার সর্ব বৃহত ও আধুনিক।
চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ মহাসড়কের ধারে অবস্থিত স্টেশনটিতে ২৪ ঘন্টা তেল ও এলপিজি গ্যাস পাওয়া যাবে। দিনটি স্মরণীয় করতে মহান বিজয় দিবসে এর উদ্বোধন করা হলো। উদ্বোধনের সময় আব্দুল ওদুদের মা ও তাঁর পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সোমবার বিকেলে স্টেশন প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন হয়। এতে উপস্থিত ছিলেন, নাহলা ফিলিং স্টেশনের মালিক, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।
উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল, এ্যাডভোকেট নজরুল ইসলাম, অধ্যাপক শরিফুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ি মো. মোখলেসুর রহমান, পরিবহন মালিক ও জেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সামাদ বকুল, জামাল আব্দুল নাসের পলেন, কামাল উদ্দিন, মনিরুল ইসলাম, তাজেমুল হক, রানা, মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে মঙ্গল কামনায় দোয়া করা হয়। উদ্বোধন উপলক্ষে পুরো স্টেশনটিতে আলোকসজ্জা করা হয়েছে। -কপোত নবী।
Leave a Reply