নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বিস্ফোরক মামলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সভাপতি তবিউল ইসলাম তারিফকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার দুপুরে অবকাশকালীন জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা তার জামিন আবেদন নামঞ্জুর করে
কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৪ ফেব্রুয়ারি জেলা বিএনপির সহ-সভাপতি মবিনুর রহমান মিয়াকে প্রধান আসামী করে দলীয় ১৭ নেতা-কর্মীর নামে পুলিশ একটি বিস্ফোরক মামলা দায়ের করে।
এ মামলায় জেলা
যুবদলের সভাপতি তবিউল ইসলাম তারিফকে পলাতক আসামী করা হয়। ১৭ ডিসেম্বর পর্যন্ত তিনি এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
বুধবার ওই মামলায় অবকাশ কালীন জজ আদালতে আত্মসমর্পণ করেন তারিফ।
এ সময় তার পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত তার জামিন
নামঞ্জুর করে তবিউল ইসলাম তারিফকে কারাগারে পাঠানোর আদেশ দেন।-কপোত নবী।
Leave a Reply