নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে দশরশিয়া বেলদারপাড়ায় অভিযান চালিয়ে পৌনে ৩ কেজি গাঁজাসহ মো. রমজান আলী (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তারকৃত ব্যক্তি জেলার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর বাইয়াপাড়া গ্রামের মো. নাজির আলীর ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ পিপিএম এর নেতৃত্বে শনিবার বিকেল সোয়া ৫টার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে দশরশিয়া বেলদারপাড়ায় অভিযান চালায়। অভিযানে ৩ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ মো. রমজান আলীকে গ্রেপ্তার করা হয়। মাদক বহনে একটি মোটরসাইকেলও জব্দ করে র্যাব।
র্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।-কপোত নবী।
Leave a Reply