নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে পৃথক চারটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে পুলিশ ও গোয়েন্দা পুলিশ। শনিবার ও রোববার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘোড়াস্ট্যান্ড, মহিপুর ও শিবগঞ্জে অভিযান পরিচালনা করে ১ হাজার ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৮৬ পিস ফেনসিডিলসহ ৪ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চকআলমপুর গ্রামের মৃত কালুর ছেলে মো.আরিফ (৩৩), নাচোল উপজেলার মল্লিকপুর গ্রামের মৃত গজেন্দ্র নাথ শীলের ছেলে ষষ্ঠী শীল (২৮), শিবগঞ্জ উপজেলার গাজীপুর হাজ্বী পাড়ার নজরুল ইসলামের ছেলে আবদুর রাজ্জাক ও একই উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপরচাকপাড়া গ্রামের মো. রবিউল ইসলাম রবুর ছেলে মো. শওকত আলী (২৫)।
জেলা গোয়েন্দা শাখার ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার ও সদর মডেল থানার ওসি মো. জিয়াউর রহমান পিপিএম ও শিবগঞ্জ থানার ওসি তদন্ত মো. আতিকুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ৮ টার দিকে শিবগঞ্জে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৩৪ বোতল ফেনসিডিলসহ শওকতকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে রোববার ভোর ৪ টার দিকে শিবগঞ্জের একটি বাড়িতে অভিযান চালিয়ে ছাগল রাখার ঘর থেকে ২৫২ বোতল ফেনসিডিলসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়।
সকাল সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার মহিপুর বাজারে অভিযান চালিয়ে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ষষ্ঠী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। একই দিন বেলা সাড়ে ১২ টার দিকে ঘোড়াস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশের একটি দল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। – কপোত নবী।
Leave a Reply