নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জে রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মহাডাঙ্গা এলাকায় চলন্ত ট্রেনের ধাক্কায় একজন ব্যক্তি নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরেকজন।
নিহত ব্যক্তি সদর উপজেলার মহাডাঙ্গা গ্রামের গুধু বিশ্বাসের ছেলে মো. রানা (৩২) এবং আহত ব্যক্তি একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে মো. মোশারফ হোসেন (৩৫)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. জিয়াউর রহমান পিপিএম জানান, সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে মোশারফ নামের এক ব্যক্তি মহাডাঙ্গা রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি শাটল ট্রেন তাঁকে ধাক্কা দেবার আগ মুহুর্তে মাসুদ বাঁচাতে গেলে ২ জনই ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে।
ওসি জিয়াউর রহমান পিপিএম আরো জানান, আহতদের দ্রুত উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত মোশারফকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। – কপোত নবী।
Leave a Reply