নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অপারেশন দল পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৯৪ বোতল ফেনসিডিল ও ২ হাজার ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের নামোরাজরামপুর এলাকার মো. শফিকুল ইসলাম ও মোছা. ইরেছা বেগমের ছেলে মো. জাকারিয়া হোসেন (২৭), রাজারামপুর পোড়াপাড়া এলাকার মো. মইজুল ইসলাম ও মোসা. তাজকেরা বেগমের ছেলে নুরনবী (৩২) ও শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বাপাড়ার মো. কামাল হোসেন ও মোসা. তানজিলা বেগমের ছেলে মো. ইয়াকুব আলী (১৯)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ পিপিএম এর নেতৃত্বে সোমবার বিকেল ৫ টার দিকে পৌর এলাকার রাজারামপুর মালোপাড়া মোড়ের মঞ্জুর বস্ত্রালয়ের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২ হাজার ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
অপর আরেক অভিযানে সোমবার রাত ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার ছোট টাপ্পু গ্রামের তেলকুপি টু খাসেরহাট গামী পাঁকা রাস্তার পশ্চিমপাশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৯৪ বোতল ফেনসিডিলসহ ১ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ ইয়াবা ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এ সব ঘটনার প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।-কপোত নবী।
Leave a Reply