নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জে র্যাব মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সদর থানার বিভিন্ন এলাকা থেকে ২৭ জন মাদকসেবীকে হাতেনাতে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৭ জন মাদকসেবিকে বিভিন্ন মেয়াদে কারা ও অর্থদন্ড প্রদান করা হয়।
২৭ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলো, উদয়ন মোড়ের মিন্টুর ছেলে সিরাজ (১৯), বারঘরিয়া হালদার পাড়ার মৃত ছাবেদ আলীর ছেলে আব্দুস সালাম (৫০), মসজিদপাড়ার মৃত মানিক চাঁদের ছেলে রুবেল (৩০), মাঝপাড়ার শওকত আলীর ছেলে সাব্বির হোসেন (২৮), বারঘরিয়ার লক্ষিপুর দক্ষিণপাড়ার লালচাঁনের ছেলে মইনুদ্দিন (২৭)।
আজাইপুর মহল্লার বিশারত আলীর ছেলে মাসুদ রানা (২৬), আলীনগর এলাকার মৃত নাজির হাসানের ছেলে নুরুজ্জামান (৫০), হুজরাপুর রেলবাগান এলাকার ইদু মিস্ত্রীর ছেলে ফোরকান (২৭), পোলাডাঙ্গার রেজাউল করিমের ছেলে আব্দুর রহমান রানা (২০), আজাইপুরের মৃত তাইজুলের ছেলে গোলাম রব্বানী (৩০), পোলাভাঙ্গার মো. এনামুল হকের ছেলে সানি (২৩)।
বারঘরিয়ার মৃত বিষু মন্ডলের ছেলে শ্রী দয়াল (৩৬), উপর রাজারামপুর কুমার পাড়ার মো. কালামের ছেলে আব্দুল আলীম (১৯), হরিপুর মিয়া পাড়ার মো. মাহতাবের ছেলে মো. আবু বক্কর (২২) একই এলাকার মো. আলফাজ আলীর ছেলে মো. আব্দুল মালেক (২৮), উপর নিমগাছীর মৃত মশিউর রহমানের ছেলে রানা (১৮)।
নতুন হাটের মো. তরিকুল ইসলামের ছেলে মো. ছামাদ (২৩) একই এলাকার আব্দুর রহমানের ছেলে মালেক (১৯), প্রফেসর পাড়ার সালাউদ্দিনের ছেলে আজিজুল (২৩), নতুনহাটের মৃত আশাদুল হকের ছেলে মো. রাশেদুল ইসলাম (২৫), মহারাজপুরের ফজলুর ছেলে মো. মাসুদ রানা (৩৫)।
আজাইপুর মহল্লার মৃত আব্দুস সালামের ছেলে মো. হাসান আলী (৩৩), শিবতলা মালোপাড়ার শ্রী সত্য রঞ্জন হালদারের ছেলে পাপন কুমার হালদার (২১), সরকার পাড়ার মো. রবিউল ইসলামের ছেলে মো. খাইরুল ইসলাম (২১), মাঝপাড়ার আবদুল মতিনের ছেলে মো. সুমন আলী (২১), বালিগ্রামের মৃত মজিবর রহমানের ছেলে হানিফ আলী (২০) ও মালোপাড়ার স্বপন হালদারের ছেলে শ্রী প্রসেনজিৎ (২৩)।
গ্রেপ্তারকৃত আসামীদের কাছ থেকে ১০ পুরিয়া ৫০ গ্রাম গাঁজা, ২০ পুরিয়া ২ গ্রাম হেরোইন, বাংলা মদ ১ লিটার, গাঁজা মেশানো ৬ প্যাকেট সিগারেট জব্দ করে র্যাব। যা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, মোহাম্মাদ রবিন মিয়া, মো. আশরাফুল ইসলাম, খাদিজা বেগম ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত থেকে এ রায় প্রদান করেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ পিপিএমও উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের বিচারকগণ প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে আসামীদের ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা ও বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। -কপোত নবী।
Leave a Reply