নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ‘সত্য প্রকাশে আপোষহীন ’ এ স্লোগানকে সামনে রেখে আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম অন-লাইন নিউজ পোর্টাল বরেন্দ্র নিউজের অফিস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২৮ ডিসেম্বর শনিবার সন্ধা সাড়ে ৬ টায় মোহবুল্লাহ কলেজ গেটের সামনে ফজলুর রহমান আন্ডারগ্রাউন্ড ফ্লোরে বরেন্দ্র নিউজের নিজস্ব কার্যালয়ে ফিতা কেটে অফিস উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফিতা কেটে ও অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ আমিনুল ইসলাম। এ সময় উপজেলা বিএনপির সহ সভাপতি মাহতাবউদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম, বরেন্দ্র নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদক মোঃ জামিল হোসেনসহ বরেন্দ্র নিউজের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিবৃ্ন্দরা বরেন্দ্র নিউজের গঠণমূলক বস্তুনিষ্ঠ খবর প্রকাশের ভুঁয়সী প্রশংসা করে উত্তরোত্তর সফলতা কামনা করেন।বরেন্দ্র নিউজের সম্পাদক মোঃ জামিল সকলের সহযোগিতা কামনা করে বলেন, আপনাদের দোয়া ও বালোবাসায় বরেন্দ্র নিউজ অল্পদিনেই উপজেলা থেকে জেলাবাসীর হৃদয়ে স্থান করে নিতে পেরেছে। তিনি উদ্বোধনী অনুষ্ঠানটি সফল ও সুন্দরভাবে শেষ করার জন্য এমপি আলহাজ আমিনুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Leave a Reply