নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :: র্যাব-৫, রাজশাহী এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ পিপিএম এর নেতৃত্বে র্যাবের একটি দল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ১টি পিস্তলের ম্যাগাজিন, ৬ রাউন্ড পিস্তলের গুলি, ২টি মোবাইল ফোন ও ২টি সীম কার্ড সহ ২ যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা শিবগঞ্জ উপজেলার চৌধুরী বাগান বেকী মোড় এলাকার মো. সাইদুল ইসলামের ছেলে মো. আকাশ ওরফে আনোয়ার (২২) ও একই উপজেলার বাশমহল এলাকার মো. সারমানের ছেলে মো. আলামিন (৩০)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ৩১ ডিসেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৭নং শ্যামপুর ইউনিয়নের উপর কয়লা আমবাগানে অভিযান পরিচালনা করে আকাশ ও আলামিনকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।-কপোত নবী।
Leave a Reply