নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিয়ারাপুর এলাকা থেকে চুরি যাওয়া ২টি ল্যাপটপ ও ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের দুলালের ছেলে আরিফুল ইসলাম ভটা (২২) ও বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর মাস্টারপাড়ার খাইরুল ইসলামের ছেলে সাকিব (২২)।
ওসি মো. জিয়াউর রহমান পিপিএম জানান, শনিবার সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. এসআই মো. জিন্নাতুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে চুরি হওয়া দুটি ল্যাপটপ ও ইয়াবা ট্যাবলেটসহ সাকিব ও ভটাকে হাতেনাতে গ্রেপ্তার করে।
ওসি জিয়াউর রহমান আরো জানান, তরুণ ভটার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। জামিনে বের হয়ে সে চুরি, মাদকসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply