স্টাফ রিপোর্টার, কপোত নবী : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে ৬ নং পদ্মা বাঁধ এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা ৬ নং পদ্মা বাঁধ এলাকার মিঠুন (১৮) ও আওয়াল (2৪)।
পরিদর্শক মো. রায়হান আহমেদ খাঁন জানান, শনিবার গভীর রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেনসিডিলসহ মিঠুন ও আওয়ালকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ১৮১।
Leave a Reply