নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র্যাব-৫, মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- জেলার গোমস্তাপুর উপজেলার সন্তোষপুর গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে মো. সৈয়ব আলী (৩৮)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ৪ জানুয়ারি শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জেলার ভোলাহাট উপজেলার ছোটজামবাড়িয়া এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল।
অভিযানে ৪টি বিদেশি পিস্তল, ১ টি ওয়ান শুটারগান, ৮টি ম্যাগজিন, ১৫ রাউন্ড গুলিসহ সৈয়বকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ভোলাহাট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত সপ্তাহে একই উপজেলার বড়জামবাড়িয়া এলাকা থেকে অস্ত্রসহ ২ জনকে গ্রেপ্তার করেছিল র্যাব।
Leave a Reply