নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ : র্যাব-৫, রাজশাহী’র সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ৮ জানুয়ারি মঙ্গলবার রাত পৌণে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার
চরবাগডাঙ্গা ফাটাপাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ হাজার ৬২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার কৃত ব্যক্তি ফাটাপাড়ার মো. আব্দুস সালামের ছেলে মো. জুয়েল মিয়া (৩৬)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি অপারেশন দল। অভিযানে ২ হাজার ৬২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে জুয়েলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এ.টি.এম মাইনুল ইসলাম ইয়াবাসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিন্ত করেছেন। – কপোত নবী।
Leave a Reply