শফিকুল ইসলাম,গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার ২৪৫ পিস ইয়াবাসহ মো. আরাফাত হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারকৃত ব্যক্তি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার গোগীনগর সোনাভাঙ্গা গ্রামের মো. আজিজুল ইসলামের ছেলে। বুধবার রাত আটটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এস.এম. জামিল আহমেদের নেতৃত্বে একটি অপারেশন দল বুধবার বিকাল পৌনে ৫টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার বেলালবাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ৩ হাজার ২৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. আরাফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়।
Leave a Reply