নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : র্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ১ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ মোস্তাকিন নামে ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ২৪ জানুয়ারি শুক্রবার রাত ৮টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ঠাঁকুর যৌবন এলাকা থেকে মোস্তাকিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবক রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ১ নং ওয়ার্ডের আদর্শগ্রামের মো. দুরুল ও মোসা. শুকতারার ছেলে মো. মোস্তাকিন (১৬)।
প্রেস-বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এস.এম. জামিল আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ঠাঁকুর যৌবন এলাকা থেকে ১ কেজি ৮০০ গ্রাম হরোইনসহ হাতেনাতে মোস্তাকিনকে গ্রেপ্তার করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত যুবক দীর্ঘদিন থেকে গোদাগাড়ী এবং চাঁপাইনবাবগঞ্জে হেরোইনের ব্যবস্যা করে আসছে বলে স্বীকার করেছে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। -কপোত নবী।
Leave a Reply