নিউজ প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত ঘেঁষা গ্রাম তেলকুপি বড় টাপ্পু এলাকা থেকে পুলিশের জেলা গোয়েন্দা শাখা ডিবির মাদকবিরোধী অভিযানে শহিদুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বড় টাপ্পু এলাকার আবদুল মান্নানের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩৪)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জানুয়ারি শনিবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে জেলা গোয়েন্দা শাখার একটি দল শিবগঞ্জ উপজেলার সীমান্ত ঘেঁষা গ্রাম তেলকুপি বড় টাপ্পু এলাকা থেকে ১ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শহিদুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।- কপোত নবী।
Leave a Reply