নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি টিম সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের শিবগঞ্জ প্রান্তে ২০ বোতল ফেনসিডিল ও একটি ইয়ামাহা মোটরসাইকেলসহ ২ যুবকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত যুবকদের নাম সুমন ও শাহিন।
পরিদর্শক মো. রায়হান আহমেদ খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫ ফেব্রুয়ারি বুধবার ভোর চারটার দিকে সঙ্গীয় ফোর্স একটি মোটরসাইকেল তল্লাশি চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে দু যুবককে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান, পরিদর্শক রায়হান। ডিএনসির মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। -কপোত নবী।
Leave a Reply