মোঃ নাসিম,নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ-“পুলিশিই জনতা ,জনতাই পুলিশ” এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে মাদক, সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নাচোল উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে নাচোল সদর ইউনিয়নের রাজবাড়ি উচ্চ বিদ্যালয় চত্বরে নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) জাহিদুর রহমান। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল সদর ইউপি পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম,(ডিআইজি রাজশাহী রেঞ্জ মহদয়ের প্রতিনিধি) এসআই মোঃ তাজারুল ইসলাম,রাজবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, নাচোল থানার কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যের মাঝে অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) জাহিদুর রহমান বলেন, বাংলাদেশে পুলিশের সাথে সাথে প্রতিটি উপজেলার জনসাধারণ মানুষকেও সচেতন হতে হবে এবং আমাদের পাশাপাশি সচেতনতা মূলক কাজ করতে হবে। তানাহলে শুধু পুলিশের একা দ্বারা মাদক, সন্ত্রাস, দুর্নীতী, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি, ছিনতাই নারী ও শিশু নির্যাতন বন্ধ করা কঠিন। জনসাধারণ যদি কোন চোরাকারবারি, ডাকাতি, ছিনতাইকারী, মাদক কারবারি, জঙ্গিবাদ, সন্ত্রাস ধরতে পারেন তাহলে আপনারা নিজ হাতে আইন তুলে না নিয়ে সঙ্গে সঙ্গে আমাদের খবর দেবেন। আমরা ধরে নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।
Leave a Reply