নিজস্ব প্রতিবেদক মোঃ জামিল হোসেন :
রাজশাহীর পুটিয়ায় শ্যামলী পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সোমবার রাত সাড়ে ১১টার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ১১জন গুরুতর আহত হয়েছে।
জানা গেছে শ্যামলী পরিবহনটি চাঁপাইনবাবগঞ্জের কানষাট থেকে সন্ধার পর ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাচ্ছিল পথিমধ্যে পুটিয়ায় বিপরীত মুখী বালি ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হলে গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে ১১জন যাত্রীর গুরুতর আহত হয়।
খবর পেয়ে পুটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আনিসুর রহমান ও আবুল কাশেমের নেতৃত্বে ফায়ার সার্ভিস টিম তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুটিয়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পুটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কাশেম জানায়,আহতরা সবাই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার।
আহতরা হলেন,কানষাট গ্রামের মোঃ হাবিব( ৩০),বড় চক দৌলতপুর গ্রামের জাহাংগীরের ছেলে সোহাগ (২৫),আজমতপুর গ্রামের মহাদেব কর্মকারের ছেলে শ্রী রাজ পতী,লক্ষীপুর গ্রামের শফিকুলের মেয়ে সুবাইয় (১০),শ্যামপুরের সাদ্দাম (৫০)কানষাট গ্রামের দোস মোহাম্মদের ছেলে হাবি(৩৫),শ্যামপুর গ্রামের আফজাল(৪০),শ্যামপুরের সুমন(২৫),আজিজের মোড়ের হায়দারের ছেলে রাজা(৩৫),শ্যামপুরের রেজাউল (২৫), ও কানষাটের গোলাপ (৪৫)।
Leave a Reply