নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে ১০০ বোতল আসল ও নকল ফেনসিডিলসহ সোহেল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৫ রাজশাহী সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল।
গ্রেপ্তারকৃত যুবক শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর প্রাইমারী স্কুল পাড়ার মো. সাইদুর রহমান ও মোসা. ছায়েরা বেগমের ছেলে মো. সোহেল রানা (২০)।
মঙ্গলবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব চাঁপাই ক্যাম্প জানতে পারে, সোনামসজিদ-কানসাট মহা সড়কের পূর্বপাশের কয়লাবাড়ী গ্রামের একটি আম বাগানে মাদক বিক্রির জন্য এক যুবক অবস্থান করছে।
খবর পাবার পর কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি এ কে এম এনামুল করিমের নেতৃত্বে র্যাবের একটি অপারেশন দল সকালে দ্রুত ঐ এলাকায় অভিযান পরিচালনা করে ৭ বোতল আসল ও ৯৩ বোতল নকল ফেনসিডিলসহ হাতেনাতে সোহেলকে গ্রেপ্তার করা হয়।
এ সময় নগদ ৩ হাজার টাকাও জব্দ করে র্যাব।ফেনসিডিলসহ এক যুবক গ্রেপ্তারের ঘটনায় শিবগঞ্জ থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে। -কপোত নবী।
Leave a Reply