নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মানব পাচার ও বাল্যবিয়ে প্রতিরোধ (বিসিটিআইপি) প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন উইনরক ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি জোনাভেল্ড লিসবেথ। রবিবার তিনি প্রয়াসের বিসিটিআইপি প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে এসে রাজশাহীর গোড়াগাড়ী উপজেলার বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ে এই প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রমের অংশ হিসেবে গম্ভীরা উপভোগ করেন। গম্ভীরা পরিবেশন করেন প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীরা।
গম্ভীরা দেখে মুগ্ধ হয়ে জোনাভেল্ড লিসবেথ বলেন, আপনাদের পরিবেশনা আমার খুব ভালো লেগেছে এবং আমি খুব উপভোগ করেছি।
গম্ভীরা শেষে দর্শনার্থীদের সাথে মতবিনিময় করেন লিসবেথ। এ সময় তিনি বলেন, মানব পাচার বিশ্বের প্রতিটি দেশের সমস্যা। এটি শুধু বাংলাদেশেই হচ্ছে তা কিন্তু নয়। তিনি মানব পাচারের বিভিন্ন কারণ সম্পর্কেও দর্শনার্থীদের অবহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উইনরক ইন্টারন্যাশনালের মনিটরিং ম্যানেজার জিনাত রহমান, প্রয়াসের নির্বাহী পরিচালক হাসিব হোসেন, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, বাসুদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, প্রয়াসের মানব পাচার ও বাল্যবিয়ে প্রতিরোধ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক দুরুল ইসলামসহ অন্যরা।
এ সময় বাসুদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, আপনারা সবাই সচেতন হবেন, সবাই সতর্ক থাকবেন।
বাইরের অপরিচিত কেউ যদি এখানে আসে তবে তার পরিচয় আগে জানবেন। এখানে আলোচনা হয়েছে মানব পাচার ও বাল্যবিয়ে প্রতিরোধ নিয়ে। কীভাবে একজন মানুষ আরেকজন মানুষকে প্রলোভন দেখিয়ে পাচার করছে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই বিষয়গুলো সম্পর্কে পরিবারের অন্য সদস্যদের সচেতন করবেন। তিনি বলেন, আমাদের স্কুলের পাশে কিছু নোংরা ছেলে আমাদের মেয়েদেরকে ইভটিজিং করে বিরক্ত করে সে ব্যাপারে সচেতন হবেন এবং আমাদেরকে জানাবেন। এ সময় জনসচেতনতামূলক এই ধরনের প্রোগ্রামের জন্য প্রয়াসকে ধন্যবাদ জানান।
প্রয়াসের নির্বাহী পরিচালক হাসিব হোসেন বলেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি চাঁপাইনবাবগঞ্জে জন্ম নেয়া একটি প্রতিষ্ঠান, অর্থাৎ আপনাদেরই সন্তান। এখানে অতিথিরা এসেছেন, তাদের সম্মানে আমরা এই আয়োজনটি করেছি এবং এই কাজগুলো আমরা চালিয়ে যাব। আপনারা সচেতন হবেন, মানবপাচার এবং বাল্যবিয়ে প্রতিরোধ করবেন। সাথে সাথে সামাজিক যে অবক্ষয় হচ্ছে সেটাও প্রতিরোধ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। সেই জায়গায় আমাদের সচেতন থাকার পরামর্শ দেন তিনি।
এর আগে প্রয়াসের প্রধান কার্যালয় ও রেডিও মহানন্দার স্টুডিও পরিদর্শন করেন জোনাভেল্ড লিসবেথ ও জিনাত রহমান।
উল্লেখ্য, ইউএসএআইডির অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় মানব পাচার ও বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করছে প্রয়াসের বিসিটিআইপি প্রকল্প।-কপোত নবী।
Leave a Reply