নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জে পুলিশ ক্লিয়ারেন্স করিয়ে দেবার নামে টাকা নেয়ার অভিযোগে মো. পারভেজ (২৮) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার
করে। গ্রেপ্তারকৃত পারভেজ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লাহারপুর গ্রামের মো. আস্তার আলীর ছেলে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. জিয়াউর রহমান পিপিএম জানান, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় কোন ভুক্তভোগীর কাছ থেকে মামলা সংক্রান্ত বা পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য কোন টাকা নেয়া হয় না। কিন্তু পারভেজ পুলিশ ক্লিয়ারেন্সের নাম করে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের অরুনবাড়ি আজহার উদ্দিনের ছেলে সৌদি আরব গামী শাহ আলমের (৩৮) কাছ থেকে ৫০০ টাকা আদায় করে। পরে বিষয়টি জানতে পেরে পারভেজকে গ্রেপ্তার করে সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৬৬।-কপোত নবী।
Leave a Reply