নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামো জগন্নাথপুর দোভাগী এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখা ডিবির মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা শিবগঞ্জ উপজেলার বহরম হঠাৎপাড়ার মো. লুৎফল হকের ছেলে মো. কালাম (৩০), নামো জগন্নাথপুর দোভাগী এলাকার মৃত কাইয়ুমুর রহমানের ছেলে মো. রবিউল হক (৩৮) ও বোগলাউড়ি (বহিরাপাড়া) লক্ষ্মীপুর চরের নূর মোহাম্মদের ছেলে মো. বশির (৩২)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শিবগঞ্জে মাদক বিক্রির জন্য কয়েকজন ব্যক্তি অবস্থান করছে।
খবর পাবার পর ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এস আই আসগর আলীর নেতৃত্বে ডিবির একটি অপারেশন দল ঐ এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।-কপোত নবী।
Leave a Reply