নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উদ্যোগে গুজব প্রতিরোধে বিভিন্ন পেশাজীবিদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে থানা চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান পিপিএম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খাঁন পিপিএম।
আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান টিপু, আসজাদুর রহমান মান্নু, মো. হাবিবুর রহমান, মো. তরিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খাঁন পিপিএম বক্তব্যে বলেন, আপনারা কেউ কোন প্রকার গুজবে কান দিবেন না। আগে যাচাই বাছাই করবেন। যে কোন ঘটনা হলে পুলিশকে জানান। এলাকায় যে কোন সমস্যা, ইভটিজিং, মাদক ব্যবসা হলে থানায় জানাবার আহবান জানান মোহাম্মদ মাহবুব আলম খাঁন। -কপোত নবী।
Leave a Reply