নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ একাডেমি মোড়ে বৃহষ্পতিবার সন্ধ্যায় ট্রাক চাপায় এক অটো রিক্সার যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অটোর চালকসহ আরো ৩ জন আহত হয়। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশংকাজনক। ঘাতক ট্রাকটিকে (ঢাকা মেট্টো-ট ২২-৩২২৫) বারঘরিয়া থেকে আটক করে ট্রাফিক পুলিশ।
নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বহালাবাড়ী গ্রামের মৃত রইশউদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৩৫)। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চালক রাজশাহীর পুঠিয়া এলাকার ওমর আলীর ছেলে রাজিব (২৫), চালকের সহযোগি নাটোর বড়গাছার স্বপন ড্রাইভারের ছেলে মনির (২৩) ও কুমিল্লা জেলার মোসলেম (২৭)।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রাফিক বিভাগের এটিএসআই মো. আলমগীর ও শিবগঞ্জ থানার এস আই মো. আনাম জানান, সন্ধ্যা ৬টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের একাডেমির মোড়ে সোনামসজিদ থেকে ছেড়ে আসা একটি ফলবাহী ট্রাক পেছন দিক থেকে একটি অটোরিক্সাকে চাপা দিলে অটোরিক্সার যাত্রী আশরাফুল ঘটনাস্থলেই মারা যান।
এ সময় অটোচালক আরিফসহ আরো ২ জন আহত হয়। এদের মধ্যে অটোরিক্সার এক আরোহীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের লাশ তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।-কপোত নবী।
Leave a Reply