নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : র্যাব-৫, রাজশাহী সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭৫ লাখ টাকার ৭৫০ গ্রাম হেরোইনসহ ১ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার কৃত ব্যক্তি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৮ নং ওয়ার্ডের অভয়া গ্রামের মো. রুহুল আমিন ও তহরা বেগমের ছেলে মো. যুবায়ের আলম (৩০)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে
র্যাব জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরায় মাদক বিক্রির জন্য এক ব্যক্তি অবস্থান করছে।
খবর পাবার পর ২৮ ফেব্রুয়ারি শুক্রবার ভোর ৪ টার দিকে র্যাব-৫, রাজশাহী সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল সিনিয়র এএসপি এ কে এম এনামুল করিম এর নেতৃত্বে দ্রুত ঐ এলাকায় অভিযান পরিচালনা করে ৭৫০ গ্রাম হেরোইনসহ ১ জনকে গ্রেপ্তার করে। এ সময় একটি মোটরসাইকেলও উদ্ধার করে র্যাব।
এ ঘটনায় সদর মডেল থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা রয়েছে। জেলায় র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান, সিনিয়র এএসপি এ কে এম এনামুল করিম। -কপোত নবী।
Leave a Reply